Tuesday, 13 December 2011

সিন্ডারেলা


লাল সিমেন্টের উঠোন ছিল রসময়ীর
খোয়া খোয়া নদী নালা ওঠা,
শীতল জমিন,
মাটিতে থাবার দেহে
গুয়ের্নিকা টেক্সচার
প্রতিদিন,
হাঁটুভাঁজ কোলকুঁজো
উঠোনে পুড়ত কত
রৌদ্রবীজ, একপাটি রোদ
অসময়ে

এরপর ছাপাখানায় ওরা ছাপল রূপকথা
দুমলাটে, তিন রঙা
ছবি ছবি কথা,
কেউ দিল হাতি,
কেউ দিল ঘোড়া,
শুক-সারি জোড়া জোড়া
স্বাভাবিক ভাবে যৌতুক কিছু 
রক্তমাংসবোধ
রোয়াকে সারি সারি ছত্রাক,

লাল উঠোন ফিরিয়ে দিল
অন্যপাটি রোদ।

No comments:

Post a Comment