হুলোদের প্রতি
হলুদ বন, সবুজ বাঘ
ঘাস খাচ্ছে খাক খাক
আমি আসছি, তারপর তোদের হচ্ছে!
খোঁটায় বাঁধা বোকা পাঁঠা
জবর চলছে জাবর কাটা
গন্ধ কিসের? কিসব যেন পচছে!
নীল আকাশে কালো চাঁদ
ছাদের ওপর ঘুঘুর ফাঁদ
মাইনে কত? জবাবে স্রেফ গুল্!
চোখ ঘোলাটে, দরবেশ
মাংসের স্যুপে কর্নফ্লেক্স
ছাপ্পা দিবি? হাতুড়ি কিংবা ফুল্!
বিঃ দ্রঃ প্রথম তিনটি লাইন শ্রদ্ধেয়া নবনীতা দেব সেন এর।
হলুদ বন, সবুজ বাঘ
ঘাস খাচ্ছে খাক খাক
আমি আসছি, তারপর তোদের হচ্ছে!
খোঁটায় বাঁধা বোকা পাঁঠা
জবর চলছে জাবর কাটা
গন্ধ কিসের? কিসব যেন পচছে!
নীল আকাশে কালো চাঁদ
ছাদের ওপর ঘুঘুর ফাঁদ
মাইনে কত? জবাবে স্রেফ গুল্!
চোখ ঘোলাটে, দরবেশ
মাংসের স্যুপে কর্নফ্লেক্স
ছাপ্পা দিবি? হাতুড়ি কিংবা ফুল্!
বিঃ দ্রঃ প্রথম তিনটি লাইন শ্রদ্ধেয়া নবনীতা দেব সেন এর।
No comments:
Post a Comment